নিউজ ডেস্ক: নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে চেষ্টা করলে বাংলাদেশের মেয়েরা প্রোগ্রামিংয়েও বিশ্বজয় করতে পারে। দিনাজপুরে গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনে ‘গ্রেস হপার গার্লস ক্যাম্প ফর প্রোগ্রামিং কনটেস্ট’ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিনাজপুর আইটি সলিউশন এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এই ক্যাম্পের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর আইটি সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন।
প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ডায়নামিক প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, গ্রাফ, নম্বর থিওরি, জ্যামিতি, অ্যাডহক প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ক্যাম্পে দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ জন ছাত্রী অংশ নেয়।
এর আগে ২৮ থেকে ৩০ আগস্ট রাজধানীতে প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। আজ থেকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর মাধ্যমিক পাইলট বিদ্যালয়ে আরও একটি ক্যাম্প শুরু হবে।
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস