নিউজ ডেস্ক : এবার জঙ্গি সংগঠন আইএসের সদস্য সন্দেহে মোল্লা ফয়সাল নামে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার সোহাগী স্কুল থেকে তাকে আটক করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
আটক মোল্লা ফয়সাল উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ফতেনগর গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে। সে আঠাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, উপজেলার সোহাগী স্কুলে ‘মধ্যপ্রাচ্যের ডাক’ নামে লিফলেট বিতরণ করছিলেন ওই শিক্ষার্থী। এ সময় শিক্ষকদের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী নিজেকে জঙ্গি সংগঠন আইএস সমর্থক বলে দাবি করেছে। সন্ধ্যায় তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে সে আইএসের সদস্য কিনা।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ