ঢাকা : জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেয়া হলো প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক।
৭ সেপ্টেম্বর বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ পদক সরিয়ে নেয়া হয়।
এ ব্যাপারে জাতীয় জাদুঘরের উপ-পচিালক কবি শিহাব সরকার গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর ১২টার দিকে জিয়াউর রহমানের স্বাধীনাতা পদক সরিয়ে নেয়া হয়।
তবে পদকটি কোথায় রাখা হবে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম