বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:১৮:২৪

জন কেরিকে পাঞ্জাবি দিয়ে শাড়ির পিন পেলেন রওশন এরশাদ

জন কেরিকে পাঞ্জাবি দিয়ে শাড়ির পিন পেলেন রওশন এরশাদ

ঢাকা : সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির জন্য ঈদুল আজহা উপলক্ষে পায়জামা-পাঞ্জাবি পাঠিয়ে শাড়ির পিন পেলেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

ঢাকার মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর ডেভিড টুলক বুধবার রওশন এরশাদের গুলশানের বাসায় গেলে কেরির জন্য পায়জামা-পাঞ্জাবি উপহার দেন তিনি।  

এসময় জন কেরির পক্ষ থেকে রওশনের হাতে একটি ক্রেস্ট ও শাড়ির পিন তুলে দেন ডেভিড টুলক।

রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি এবং জাপার ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু এ সময় উপস্থিত ছিলেন।
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে