নিউজ ডেস্ক : নৌভ্রমণে গিয়ে চাঁদপুরে মেঘনা নদীতে ডুবে তাছতিয়া সুলতানা তানিয়া (১৮) ও শামিম হোসেন (১৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
মেঘনায় নৌকাডুবির ঘটনায় গত রোববার থেকে নিখোঁজ ছিলেন তারা। পরে গত বুধবার তানিয়া এবং ওইদিন রাতে ভোলার মেঘনা নদী থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ।উদ্ধারের সময় পরিচয় নিশ্চিত না হওয়ায় অজ্ঞাতপরিচয় হিসেবে তাদের লাশ দাফন করা হয়।
নিহত তানিয়া আখাউরা কসবা টিআলি কলেজে সম্মান প্রথম বর্ষের এবং শামিম কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।
তানিয়ার বাবা আবুল কাশেম শুক্রবার জানান, তানিয়ার সঙ্গে শামিমের প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার থেকে তানিয়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। পরে খোঁজ নিয়ে জানতে পারেন শামিমও নিখোঁজ রয়েছেন।এর পর খবর পেয়ে পুলিশের কাছে থাকা তানিয়ার হাতঘড়ি, নুপূর, গায়ের জামা ও ছবি দেখে লাশ সনাক্ত করা হয়।
জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ কবর থেকে উঠিয়ে কুমিল্লা নিয়ে দাফন করা হবে বলেও জানান তিনি।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ