ঢাকা : মঙ্গলবার বিকেলে ঘর থেকে বেরিয়ে যান পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। যাওয়ার পর রাতে বাসায় না ফেরায় তাকে নিয়ে নানা গুঞ্জন চলছিল। তিনি গ্রেপ্তার হয়েছেন বা আত্মগোপনে গেছেন এমন ধোঁয়াশার মধ্যে বুধবার দুপুরে টানা ২০ ঘণ্টা পর খিলগাঁওয়ে শ্বশুরবাড়িতে ফেরেন তিনি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাবুলের অব্যাহতির প্রজ্ঞাপন জারি করা হয়। এ সংবাদের পর তিনি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি।
এ সময় তার মোবাইল ফোনটিও বন্ধ থাকে। শ্বশুরবাড়িতে যোগাযোগ করা হলে তারাও বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানান।
এ ঘটনায় গুঞ্জন ছড়ায় যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি হওয়ার পর বাবুল আক্তার আত্মগোপনে গেছেন। আবার অনেকে ধারণা করেন, বাবুল আক্তার গ্রেপ্তার হয়েছেন। এমন ধোঁয়াশার মধ্যে বুধবার শ্বশুরবাড়িতে ফেরেন বাবুল আক্তার।
বাবুল আক্তারের শ্বশুর পুলিশের অবসরপ্রাপ্ত পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, দুপুরের দিকে বাবুল বাসায় ফিরেছে। তবে তার সঙ্গে কোনো কথা হয়নি।
রাতে বাবুল কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, রাতে সে এক আত্মীয়ের বাসায় ছিল শুনেছি। তবে কোন আত্মীয়ের বাসায় ছিল তা জানি না।
স্ত্রী মিতু হত্যাকাণ্ডের দেড় মাস পর ২৪ জুন রাতে শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৪ ঘণ্টা গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
এরপর থেকে প্রায় দেড় মাস বাবুল অফিসে যাননি। তিনি পদত্যাগপত্র দিয়েছেন বলে গণমাধ্যমে খবর এলেও নিশ্চুপ ছিলেন বাবুল আক্তার। পুলিশও স্পষ্ট করে কিছু বলেনি।
গত ১৪ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, বাবুলের নিজের লেখা পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। বাবুল নিজে থেকে পদত্যাগ করেছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।
গত ৫ জুন চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম