বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:২৯:২০

গঠনতন্ত্র সংশোধন হচ্ছে আওয়ামী লীগের

গঠনতন্ত্র সংশোধন হচ্ছে আওয়ামী লীগের

নিউজ ডেস্ক : গঠনতন্ত্র সংশোধন হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। একই সঙ্গে বাড়ছে দলের কেন্দ্রীয় কমিটির পরিধি। আগামী ২২ ও ২৩শে অক্টোবর আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে কার্যনির্বাহী সংসদের এই পরিধি বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হবে।

সম্মেলনে এ প্রস্তাব পাস হলে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে ৭৩ সদস্যের কার্যনির্বাহী সংসদ বেড়ে ৮১ সদস্যের হবে। মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ যৌথসভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী সংসদের বর্তমান সদস্য সংখ্যা ৭৩ জন।

এর মধ্যে সভাপতিমণ্ডলীতে রয়েছেন সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ জন। কমিটির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা বাড়িয়ে ১৯ করা হবে। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে তিনজন রয়েছেন। এই সংখ্যাও বেড়ে পাঁচজন হবে। সাংগঠনিক সম্পাদকের সংখ্যাও বাড়ছে। বর্তমানে সাত বিভাগের জন্য সাতজন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রয়েছেন। আরো তিনটি বিভাগ বাড়ায় সাংগঠনিক সম্পাদকও বাড়বে। তবে এই সংখ্যা বাড়বে বিভাগ বাড়ার সংখ্যা অনুযায়ী। সভায় বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর বিষয়টি তুলে ধরা হয়েছে।

ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের সভাপতি-সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে। কারা কারা সম্মেলনে আসবেন সেটা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলেও সভায় জানানো হয়েছে। ২০তম এ সম্মেলনের স্লোগান হচ্ছে, ‘সম্মেলনের অঙ্গীকার, রুখবো জঙ্গিবাদ’। এ ছাড়া দলের ঘোষণাপত্রে নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ভিশন-৪১ উল্লেখ করা হবে। এতে সরকারের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও যেসব মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে বা বাস্তবায়ন হয়েছে তা উল্লেখ করা হবে। - এমজমিন
৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে