ঢাকা : নব্য জেএমবির সামরিক শাখার গুরুত্বপূর্ণ নেতা মেজর (অব.) জাহিদের স্ত্রী জেবুন্নাহার ওরফে শিলা লাপাত্তা রয়েছেন। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হন্য হয়ে খুঁজছে তাকে।
কাউন্টার টেররিজম ইউনিটের একটি সূত্র জানিয়েছে, জাহিদের স্ত্রী শিলা জেএমবির নারী ইউনিটের সদস্য। গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যাবে তার কাছে। যে কারণে তাকে গ্রেফতার করা জরুরি। ঘটনার পর থেকেই সন্তানসহ শিলা আত্মগোপনে রয়েছেন।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, চার দিনে রাজধানীর বেশ কয়েকটি এলাকার পাশাপাশি জাহিদের কুমিল্লার গ্রামের বাড়িতেও অভিযান চালানো হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, গত বছর জাহিদ সেনাবাহিনী থেকে চাকরি ছাড়ার আগে থেকেই উগ্রবাদী চিন্তাধারায় ছিলেন। আগে থেকেই তার সঙ্গে উগ্র-মৌলবাদী গোষ্ঠীর নিয়মিত যোগাযোগ ছিল। চাকরি ছাড়ার পর পুরোপুরি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে কানাডা প্রবাসী তামিম চৌধুরীর খুবই ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তামিমের ডাকে দেশ ছেড়ে কানাডাতেও গিয়েছিলেন জাহিদ।
পরে তারা দুজনই দেশে ফিরে নব্য জেএমবিকে নিজেদের মতো করে সাজাতে থাকেন। তামিম নারায়ণগঞ্জে নিহত হওয়ার আগে নিষিদ্ধ ঘোষিত কয়েকটি জঙ্গি সংগঠনকে এক কাতারে আনার চেষ্টা চালিয়েছিলেন। এদিকে ছেলের লাশ শনাক্ত করতে পুলিশের সাবেক কর্মকর্তা নুরুল ইসলাম গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে হাজির হন। কিন্তু অনুমতি না থাকায় লাশ না দেখেই তিনি চলে যান।
ঢামেক মর্গের একটি সূত্র জানায়, বেলা পৌনে ১টার দিকে জাহিদের বাবা এসে বলেন, ‘মেজর জাহিদের লাশ দেখতে চাই।’ এভাবে লাশ দেখা যাবে না, পুলিশের অনুমতি লাগবে— জানালে তিনি সেখান থেকে চলে যান। তার সঙ্গে এক আত্মীয়ও ছিলেন। তবে ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, ‘মুরাদের স্বজন পরিচয়ে তাদের কাছে এখনো কেউ আসেননি।’
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটি) ইউনিট ও ডিবির অভিযানে জেএমবির প্রশিক্ষক জঙ্গি নেতা মেজর (অব.) জাহিদ ওরফে মেজর মুরাদ নিহত হন। - বিডি প্রতিদিন
৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি