বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩৬:৪৭

রিকশা চালিয়ে কম্পিউটার সায়েন্স পড়ছেন ইব্রাহিম

রিকশা চালিয়ে কম্পিউটার সায়েন্স পড়ছেন ইব্রাহিম

মোস্তফা মল্লিক : ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ইব্রাহিম লেখাপড়ার খরচ জোগার করছেন রিকশা চালিয়ে। লেখাপড়ার খরচের পাশাপাশি ইব্রাহিম সংসারেও সহযোগিতা করছেন। উদ্যোমী এই শিক্ষার্থী বলছেন, লেখাপড়া আর পরিবারের সদস্যদের বাঁচিয়ে রাখতে কোনো কাজই লজ্জার নয়।

গাইবান্ধা থেকে ঢাকায় এসেছেন ইব্রাহিম হোসেন। গত আট মাস ধরে হাজারীবাগ-মোহাম্মদপুর এলাকায় রিকশা চালাচ্ছে ইব্রাহিম। ২০১৫ সালে এসএসসিতে ৪.২৫ পয়েন্ট পেয়ে বর্তমানে লেখাপড়া করছেন গাইবান্ধার আরিফ রাব্বী ইন্সটিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার সাইয়েন্সে।

চার বছরের কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্র এখন তিনি। ইব্রাহিম জানান , রিকশা চালানো ছাড়া কোনো উপায় ছিল না। রিকশা চালিয়েই সে জোগার করছে লেখাপড়ার খরচ।

ইব্রাহিম বলেন, ‘পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ তাই নিজের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি বাবা-মা আর ছোট বোনকে সাহায্য করছি। লেখাপড়া করতে গেলে এ কাজটি আমাকে করতে হবে। কারণ কর্মই মানুষকে সফলতা নিয়ে আসে।’

এই শিক্ষার্থী বলেছেন, ‘পৃথিবীর কোন কাজই তুচ্ছ নয়। ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা হিসেবে দেশের সেবা করার ইচ্ছা আছে।’ -চ্যানেল আই
০৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে