বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০৯:২০

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

নিউজ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুর রহমান মোবাইলের ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও জাতীয় জাদুঘর থেকে তার স্মারক সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়াতেই সংবাদ সম্মেলন। এর আগেও সংবাদমাধ্যমে খবর প্রকাশের জের ধরে মির্জা ফখরুল এর প্রতিবাদ করেছিলেন।

ধারণা করা হচ্ছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে বিক্ষোভ ও সমাবেশ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
০৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে