ঢাকা : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাফটকে গেছেন তার আইনজীবীরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অ্যাডভোকেট শিশির মো. মনিরসহ পাঁচজন আইনজীবী মুজাহিদের সঙ্গে সাক্ষাত্ করে রিভিউ পিটিশন দাখিলের বিষয়ে আলোচনা করবেন।
এ প্রসঙ্গে ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার বলেন, মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আইনজীবীরা কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন দাখিল করেছেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে দেখা করার অনুমতি দিয়েছে।
এর আগে মুজাহিদের আইনজীবী শিশির মো. মনির সাংবাদিকদের বলেন, আইনজীবীদের দলটি রিভিউ আবেদন করার গ্রাউন্ড নিয়ে তার সঙ্গে আলোচনা করা হবে।
গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে করা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। নিয়ম অনুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামি পক্ষকে রিভিউ পিটিশন দায়ের করতে হবে।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ