নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের পুনরায় জেরা করতে প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে হারুন অর রশিদকে ফের জেরা করার সুযোগ পাবেন আসামিপক্ষের আইনজীবীরা।
মামলাটির ৩২তম ও শেষ সাক্ষী হিসেবে বিচারিক আদালতে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ। এর আগে ১৫ মে হাইকোর্ট খালেদা জিয়ার দু’টি আবেদন খারিজের আদেশ দেন।ওই খারিজ আদেশের বিরুদ্ধে ২৬ মে আপিল করেন খালেদা জিয়া।
০৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম