বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২৪:৫৩

ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচলে নিষেধাজ্ঞা

ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো ও যানজট নিরসনের জন্য পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল নিষিদ্ধ করেছে সরকার। ঈদের আগের তিন দিন এবং পরের তিন দিন এ নিষেধাজ্ঞা থাকবে।

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ফিটনেসবিহীন যানবাহনে কুরবানির পশু পরিবহন উৎসমুখে নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদানসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বলা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কাল (২২ সেপ্টেম্বর) থেকে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ভারি মালবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল করতে পারবে না।

তবে তৈরি পোশাক ও সংশ্লিষ্ট পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ ও জ্বালানিবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।

সড়কমন্ত্রী বলেন, একইভাবে ঈদের দিনসহ আগে ও পরে চার দিন করে মোট নয় দিন সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি পুরোপুরি দূর করতে না পারলেও যতোটা সম্ভব কমাতে সরকার চেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন, অতিবৃষ্টির কারণে এবারের ঈদ খুবই চ্যালেঞ্জিং। এ পর্যন্ত ছয় বার মহাসড়ক সংস্কার করা হয়েছে। প্রতিবারই বৃষ্টি তা ধুয়ে নিয়ে যাচ্ছে। তবে দুর্ভোগ এড়াতে গাজীপুরের চন্দ্রা মোড়ে বাইপাস ও কালিয়াকৈরে ওয়ানওয়ে সড়ক তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

মহাসড়ক থেকে সিএনজিচালিত তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় চলতি বছর দুর্ঘটনা অনেক কমে আসবে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, তবে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে। ওভারটেকিং, ওভার স্পিডিং এবং ওভার লোডিং বিষয়ে চালকরা যেন সতর্ক থাকেন। এজন্য মালিক শ্রমিকদের কাউন্সিলিং করতে হবে। অতিরিক্তি ট্রিপ ধরতে গিয়ে যেন সড়কে যানজট তৈরি না হয়।

আগামী ১৩ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা (কুরবানির ঈদ) উদযাপিত হবে।
০৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে