ঢাকা : স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন সদস্যদের নিয়ে গঠিত গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার এ বিষয়ে একটি রুলের নিষ্পত্তি করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমকে জানান, গেরিলা বাহিনীর ২৩৬৭ জনের তালিকা-সম্বলিত প্রকাশিত গেজেট বাতিলের প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। তাদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুবিধা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
২০১৪ সালের ২৯ অক্টোবরের গেজেট বাতিলের ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ডিসেম্বরে রিট আবেদন করেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
১৯৭১ সালে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা একটি গেরিলা বাহিনী গঠন করে মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করেছিলেন তারা।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম