বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪৬:২২

কৃষ্ণা রানীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

কৃষ্ণা রানীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ সি-এর বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের সুনাম বৃদ্ধি করায় কৃষ্ণা রানীদের সংবর্ধনা দিতে যাচ্ছে সরকার। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।   

সোহাগ জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বরের পরেই দিনক্ষণ নির্ধারিত হবে।

উল্লেখ্য, এই মেয়েরাই অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে তাজিকিস্তানে ভারতকে হারিয়ে শিরোপা জেতে। আর ফুটবলে মেয়েদের এই ধারাবাহিক সাফল্যেই তাদের সংবর্ধনা দিতে যাচ্ছে সরকার।    
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে