ঢাকা : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ'র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার দুপুরের দিকে বিএনপির এই বর্ষীয়ান নেতার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। এখন তাকে কেবল অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছেন চিকিৎসকরা। তবে বাড়তি সতর্কতার জন্য সিএমএইচে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই (আইসিইউতে) রাখা হয়েছে।
হান্নান শাহ্'র একান্ত সচিব ইউনুস বাবুল জানান, তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। ডাক্তাররা স্যারের লাইফ সাপোর্ট খুলে নিয়েছেন। তারা বলেছেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। স্যারের জ্ঞানও ফিরেছে, হাত-পাও নাড়িয়েছেন। আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি।
গত মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় হান্নান শাহ্ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী ছিলেন হান্নান শাহ্। বিগত সেনা নিয়ন্ত্রিত ১/১১-এর দুঃসময় যখন বিএনপি ভাঙার চেষ্টা হয়, তখন হান্নান শাহ্ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে জোরালো ভূমিকা রাখেন।
বিএনপির দুঃসময়ে কাণ্ডারি হিসেবে ৭৭ বছর বয়সী সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল দেশবাসীর কাছে অধিক সমাদিত।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম