বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫৮:৩১

চ্যালেঞ্জ, কবরে জিয়াউর রহমানের ‘দেহ’ নেই : মন্ত্রী

চ্যালেঞ্জ, কবরে জিয়াউর রহমানের ‘দেহ’ নেই : মন্ত্রী

ঢাকা : জিয়াউর রহমানের কবরে জিয়াউর রহমানের দেহ নেই বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  তিনি বলেছেন, ‘আমি চ্যালেঞ্জ করছি- ডিএনএ টেস্ট করান।  সেখানে যদি জিয়াউর রহমানের দেহ থাকে তাহলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইব।

সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরানোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে স্পিকারকে আগেও চিঠি দিয়েছি।  আবারো লিখেছি।  লুই আই কানের নকশা ভঙ্গ করে সেখানে জিয়ার কবর বসানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা তিনটায় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ’৭১-এর গণহত্যা থেকে গুলশান হত্যাকাণ্ড বিচার বিঘ্নিতকরণের চক্রান্ত’ শীর্ষক আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

ঘাতক দালাল নির্মূল কমিটি এ সভার আয়োজন করে।

তিনি বলেন, জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া শিশুপার্কটি থাকবে না।  সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র হবে।  এ জন্য প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দিয়েছেন।  অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।

মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধীদের সন্তানরা এ দেশে প্রথম শ্রেণির নাগরিক হতে পারবে না।  তারা দ্বিতীয় শ্রেণির নাগরিক। তারা কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে পারবে না।

একইসঙ্গে পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার করতে আর কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, পান্না কায়সার, প্রজন্ম ’৭১-এর অন্যতম প্রতিষ্ঠাতা শহীদপুত্র তানভীর হায়দার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে