শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫২:৫৭

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় মহানগর আ.লীগের কমিটি

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় মহানগর আ.লীগের কমিটি

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি। দলীয় সূত্র জানিয়েছে, আজকালের মধ্যে ওই কমিটি ঘোষণা করা হতে পারে।

১লা সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেন উত্তরের সমন্বয়ক ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান এবং দক্ষিণের সমন্বয়ক, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক।

৬ই সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভায় মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দলীয় প্রধান সম্মতি দিলেই পূর্ণাঙ্গ কমিটি সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠানো হবে।

২০১২ সালের ২৭ শে ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছরের ১০ই এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঘোষণা দেয়া হয়। ওই দিন ঢাকা শহরের অন্তর্গত থানা, ওয়ার্ড, ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। এমজমিন
৯ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে