শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ১০:০৬:৫০

বাজারের সেরা ৫টি গরু : কোনটির দাম কত ?

বাজারের সেরা ৫টি গরু : কোনটির দাম কত ?

নিউজ ডেস্ক : রাজধানীর পশুর হাটগুলোর মধ্যে রামপুরা মেরাদিয়া পশুর হাট অন্যতম। গত ৭ সেপ্টেম্বর এই হাটে বড় আকারের পাঁচটি গরু বিক্রির জন্য আনা হয়েছে।

এদের মধ্যে সবচেয়ে বড় গরুটির নাম সোহাগী। আরেকটির নাম বড়বাবু। সোহাগীর দাম হাঁকা হয়েছে ১৭ লাখ টাকা। সেরা পাঁচটির মধ্যে ছোট গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা।

সোহাগী নামের এই গরুটি পালন করেছেন বগুড়ার মথুরাপুর গ্রামের মজনু প্রামাণিক। তিনি গরুটির দাম চেয়েছেন ১৭ লাখ টাকা। ক্রেতারা ১২ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। গরুটির বয়স সাড়ে তিন বছর। গায়ের রঙ কালো। রঙিন জরি দিয়ে একটি ঘর তার মধ্যে গরুটি রাখা হয়েছে। গরমের তাপ থেকে মুক্ত রাখতে গরুটিকে সব সময় ফ্যানের বাতাস দেওয়া হয়।

আরেকটি গরুর নাম বড়বাবু। গরুটি পালন করেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম। তিনি গরুটির দাম চেয়েছেন ১৬ লাখ টাকা। বয়স আড়াই বছর। গায়ের রঙ কালো।

আয়েশা ডেইরি ফার্মের সবচেয়ে বড় গরুর দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। গরুটির গায়ের রঙ সাদা এবং কালো। এই ফার্মের শফিকুল ইসলাম বলেন, কোরবানির বাজারে তাদের নিয়ে আসা ছয়টি গরুর মধ্যে এটি বড়।

এ ছাড়া আরেক খামারি আরো দুটি বড় গরু বিক্রির জন্য মেরাদিয়া পশুর হাটে নিয়ে এসেছেন। দুটির মধ্যে একটি গরুর রঙ সাদা। খামারের মালিক জাহিদুল ইসলাম এটির দাম চেয়েছেন ১৬ লাখ টাকা। অপর গরুটির দাম চেয়েছেন ১২ লাখ টাকা। এটির গায়ের রঙ খয়েরি।

পশুর হাট ঘুরে দেখা গেছে, এই পাঁচটি গরুর কাছে সব সময় প্রচণ্ড ভিড় থাকে। অধিকাংশ মানুষ গরুগুলোর ছবি ও সেলফি তুলছেন আর ভিডিও করছেন।

গরুর মালিকেরা জানিয়েছেন, তারা যে দাম চেয়েছেন এটা নির্দিষ্ট দাম নয়। এর চেয়ে কম দামেও বিক্রি করতে পারেন। এটা বাজারের দরদামের পরিস্থিতির ওপর নির্ভর করবে। আবার বাজারে বিক্রি পরিস্থিতি বুঝে দাম বেশি চাইতেও পারেন। -রাইজিংবিডি
০৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে