ঢাকা : জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে লন্ডন হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১১.২০ মিনিটের দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি ০০২) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতির পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। ঢাকায় প্রধানমন্ত্রীকে দেয়া হবে গণসংবর্ধনা। এই গণসংবর্ধনাকে কেন্দ্র ইতোমধ্যে ঢাকার বিভিন্ন সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে রয়েছন প্রধানমন্ত্রীর অপেক্ষায়। এতে বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে।
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ