ঢাকা : ঢাকার লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে এক ঘন্টার ব্যবধানে ৩ শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার রাত নয়টা থেকে রাত ১০ টার মধ্যে এ তিন শিশুর মৃত্যু হয়। তবে শনিবার সকালে হাসপাতালটিতে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি।
নিবিড় পরিচর্যা কেন্দ্রে জয়া নামের একজন নার্স পাওয়া গেলেও পুরো নাম বলতে রাজি হননি তিনি। জয়া দাবি করেন, হাসপাতালে চিকিৎসার সব ব্যবস্থা আছে। এনআইসিইউতে নবজাতক বিশেষজ্ঞ শিশির রঞ্জন দাস নামে একজন চিকিৎসক চিকিৎসা দেন। তিনি এখানকার সার্বক্ষণিক চিকিৎসক নন। সকালে ও রাতে যখন সময় পান, হাসপাতালে এসে চিকিৎসা দেন। বাকি সময় হাসপাতালের অন্য চিকিৎসক ও সেবিকারা চিকিৎসা দেন। তবে শিশির রঞ্জন দাস সরকারি কোন হাসপাতালের সঙ্গে জড়িত তা বলতে পারেননি।
তিনি আরও দাবি করেন, মৃত তিন শিশুর মধ্যে দুজনের শ্বাসকষ্ট হচ্ছিল। একজন ছিল অপরিণত শিশু। পরে তারা মারা গেছে। তাদের নাম কী বা কোথা থেকে এসেছে তাও জানেন না। হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে।
মোহাম্মদপুর জোনের কমিশনার বিপ্লব কুমার সাহা বলেন, তাঁরা হাসপাতালে কাউকে খুঁজে পাননি। এমনকি এখনও হাসপাতালের মালিক সম্পর্কেও কিছু জানতে পারেননি। তবে তারা জেনেছে, হাসপাতালের মালিকানা সম্প্রতি পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক শামিউল ইসলামের ভাষ্য, হাসপাতালটি কারা পরিচালনা করেন, তা জানার চেষ্টা চলছে।
এদিকে তিন শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা অসুস্থ শিশুদের হাসপাতাল থেকে সরিয়ে নিচ্ছেন। তাঁরা জানতে পেরেছেন, গত চার দিনে এই হাসপাতালে ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ