ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীতে ইতালীয় নাগরিককে হত্যার পর রংপুরে জাপানের নাগরিককে হত্যার ঘটনা ঘটেছে। পর পর এই দুই হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার।
শনিবার দুপুরে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের যেকোনোভাবে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। ইতালির নাগরিক হত্যার ঘটনার সঙ্গে এ ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ