নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি বলেছেন, ‘দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমরা ভূলেও কখনো কোন মন্ত্রণালয় বা কারো কথায় রায় দেইনি। আমরা বিচারকরা মামলার নথিপত্র ও সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করেই রায় দিয়ে থাকি।’
শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত আইন অনুষদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান খান, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম এ শাহ আলম।
এরআগে সকাল সাড়ে ১০ টায় চবি আইন অনুষদের নব নির্মিত ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান বিচারপতিসহ অতিথিরা।
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ