ঢাকা : নিজের পিস্তল থেকে ছোঁড়া গুলিতে শিশুকে আহত করার অপরাধে গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন।
এসময় আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, সারাদেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সরকার তাদের দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহনীর সদস্যদের দিয়ে হামলা চালাচ্ছে। এর তীব্র নিন্দা জানান তিনি।
দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দিয়ে দিয়ে আবারও নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান রিপন।
তিনি বলেন, ‘বিনাভোটে বর্তমান সংসদ গঠিত হয়েছে। তাই এই সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ’
২০১৯ সালের আগে কোন নির্বাচন নয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ