শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৭:৫১

জঙ্গি মুরাদের কানাডায় প্রশিক্ষণের বিষয়ে তদন্ত চলছে

জঙ্গি মুরাদের কানাডায় প্রশিক্ষণের বিষয়ে তদন্ত চলছে

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের রুপনগরে পুলিশের অভিযানে নিহত হওয়া জঙ্গী জাহিদুল ইসলাম আন্তর্জাতিক সামরিক সহযোগিতা প্রোগ্রামের অংশ হিসেবে কানাডিয়ান আর্মড ফোর্স থেকে প্রশিক্ষণ নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার কানাডায় প্রশিক্ষণের বিষয়ে তদন্ত করছে পুলিশ। খবর ন্যাশনাল পোস্ট।

ডিপার্টমেন্ট অব ন্যাশনাল ডিফেন্স (ডিএনডি) জানিয়েছে, ট্রেনিং রেকর্ড অনুযায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম বা এ.কে মুরাদ নামের একজন ২০১৪ সালের জুনের ২৬ তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কিংস্টনে আর্মি অপারেশন কোর্সে অংশ নেন।

ডিএনডির মিডিয়া রিলেশনের প্রধান ড্যানিয়েল লা বোউথিলিয়ার জানিয়েছেন, আর্মি অপারেশনে অংশ নেয়া ওই ব্যক্তিই বাংলাদেশে নিহত শীর্ষ জঙ্গি কিনা এই বিষয়টি নিশ্চিত নয় ডিএনডি বা কানাডিয়ান আর্মড ফোর্স।

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর মুরাদ (৩৭) গত বছর সেনাবাহিনী ছাড়েন। তিনি পরবর্তীতে বাংলাদেশে আইএসের কমান্ডার এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজানে হামলার সঙ্গে জড়িত ছিলেন তিনি। গত শুক্রবার রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত হন সন্দেহভাজন জঙ্গি মুরাদ। পরে পুলিশ তার পরিচয় প্রকাশ করেন।

জাহিদুল বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৪৩ লং কোর্সে প্রশিক্ষণ শেষে ২০০০ সালের নভেম্বরে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। গত বছরের মাঝামাঝি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত শুক্রবার রাতে রূপনগরে অভিযানের পর সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তি জেএমবির কথিত মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর।

পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জে তামিম চৌধুরী নিহত হওয়ার পর নব্য জেএমবিতে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছিলেন কথিত এই মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর।
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে