শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫০:৫৬

অবাক হলেও সত্য, মাত্র ১০ টাকায় কুরবানি

অবাক হলেও সত্য, মাত্র ১০ টাকায় কুরবানি

নিউজ ডেস্ক: শিরোনাম শুনে অবাক হলেও খবরে শতভাগ সতত্যা রয়েছে।

এসডিএ নামক একটি সামাজিক সংগঠন এমনই ব্যতিক্রমী এক আয়োজন করতে যাচ্ছে। আর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।

ভাগপ্রতি মাত্র ১০ টাকা হওয়ায় অনেকেই একসাথে নিয়ে নিচ্ছেন দশ, বিশ ও পঞ্চাশের মত ভাগ। ফেসবুকে ১০ টাকার কুরবানির আবেদনসংক্রান্ত পোস্টে অনেকেই কমেন্টের মাধ্যমে নিয়ে নিচ্ছেন ভাগ, বিকাশে দিয়ে দিচ্ছেন টাকা।

এ বিষয়ে কথা হয় ১০ টাকায় কুরবানির পরিকল্পনাকারী রাফায়েত রোমান জানান, সমাজে সব শ্রেণি পেশার মানুষকে একটি মহতী উদ্যোগে একত্রিত করতেই ১০ টাকায় কুরবানির আয়োজন। টাকার অঙ্কটা এতোই কম যে, চাইলেই যে কেউ একটি মানবিক আবেদনে সাড়া দিতে পারবে।

তিনি আরো জানান, কুরবানি করা হবে গাইবান্ধার বন্যাদুর্গত দুর্গম চরে। যারা বন্যায় সবকিছু হারিয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে! এই ১০ টাকার কুরবানিটা গাইবান্ধার অসহায় মানুষের জন্য!

এ উদ্যোগে যে কেউ হতে পারেন অংশীদার। সাহায্য করতে চাইলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যোগাযোগ করতে পারেন www.facebook.com/forumsda এর মাধ্যমে।
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে