নিউজ ডেস্ক: ইসলাম ধর্মে আত্মহত্যা মহাপাপ। রয়েছে মৃত্যুর পর জাহান্নামে নিক্ষেপ হওয়ার মতও ঘোষণা। বিশ্বের বিভিন্ন ধর্মেও এনিয়ে রয়েছে নানা নিষেধাজ্ঞা। তবে বড় কথা হচ্ছে আত্মহত্যাপ্রবণ ব্যক্তি কি আসলেই মানেন ধর্ম কিংবা কাছের জনদের পরামর্শ?
এ নিয়ে বিশেষজ্ঞেরা বলছেন, অনেক দেশেই আত্মহত্যারোধে হটলাইন চালু আছে। আমাদের দেশেও এমন হটলাইন থাকা দরকার। তবে কেবল হটলাইন থাকলেই চলবে না। টেলিফোনের অপরপ্রান্তে যিনি থাকবেন, তিনি এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কিনা, সেটাও নিশ্চিত করতে হবে। কারণ, সাধারণ কারও পক্ষে আত্মহত্যাপ্রবণ কোনও ব্যক্তিকে বোঝানো সহজ নয়। কারণ সে সময় তার হিতাহিত জ্ঞান থাকে না।
আজ (১০ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস’।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ২৮ জন আত্মহত্যা করেন। সে হিসাবে প্রতিবছর দেশে প্রায় ১০ হাজার মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার জরিপ বলছে, দেশে আত্মহত্যার প্রবণতা কমেছে। তবে পুলিশের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আত্মহত্যার প্রবণতা বেড়েছে। বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে নারী ও তরুণ-তরুণীরা বেশি আত্মহত্যা করছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উপমহাদেশে প্রায় ৬৫ লাখ মানুষ আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পুলিশ সদর দফতরের পরিসংখ্যান থেকে জানা যায়, বাংলাদেশে ২০১৪ সালে ১১ হাজার ৯৪ জন, ২০১৩ সালে ১০ হাজার ১২৯ জন, ২০১২ সলে ১০ হাজার ১৬৭ জন, ২০১১ সালে ১০ হাজার ৩২৩ জন এবং ২০১০ সালে ১০ হাজার ৭৮৮ জন আত্মহত্যা করেছেন। অপরদিকে, বিশ্বে প্রতিবছর আত্মহত্যা করেন ১০ লাখেরও বেশি মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক নির্যাতন, কলহ, শারীরিক ও মানসিক নির্যাতন, পরীক্ষা ও প্রেমে ব্যর্থতা, দারিদ্র্য, বেকারত্ব, প্রাত্যহিক জীবনের অস্থিরতা, নৈতিক অবক্ষয়, মাদক ইত্যাদি কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম। বাংলাদেশে গত সাত বছরে ৭৩ হাজার ৩৮৯ জন আত্মহত্যা করেছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ পুলিশ সদর দফতর অনুযায়ী, আত্মহত্যাকারীদের বেশিরভাগেরই বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আত্মহত্যার প্রবণতা বেশি।
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর