নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদিআরবে অবস্থানরত প্রবাসী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত থাকার কথা রয়েছে।
সৌদি বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে গত বুধবার রাত ১০টা ৫মিনিটে সৌদি এয়ালাইন্সে হজ পালনের উদ্দেশ্যে রওয়ানা দেন বেগম খালেদা জিয়া। এর পরের দিন সকাল ৯টায় অ্যামিরাটস এয়ারলাইন্সে তারেক রহমান জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর