জাতীয় ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ২৩ জনের অধিক মানুষের মৃত্যু ঘটছে। ঈদের আগে এমন অনাকাঙ্খিত ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে এক শোকবার্তায় তিনি এই শোক জানান।
তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ ছাড়া আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর