নিউজ : কাল রোববার প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সংবাদ সম্মেলন। দেশের চলমান পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরতেই সংবাদ সম্মেলন করবেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি কি বলবেন এ নিয়ে আগ্রহ রয়েছে দেশবাসীর।
দেশের কল্যাণ ও চলমান পরিস্থিতিতে জাতি তার কাছ থেকে আশারবাণী শুনতে চায়। চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটা সুন্দর পথ বেরিয়ে আসুক এমন কথা বলবেন তিনি তা নিয়ে আশান্বিত দেশবাসী।
বনানীর রাজনৈতিক কার্যালয়ে রোববার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান জাতির সামনে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম