শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:২৩:২৫

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ জন, ঈদে বাড়ি ফেরা রুপ নিলো শোকের মাতমে

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ জন, ঈদে বাড়ি ফেরা রুপ নিলো শোকের মাতমে

নিউজ ডেস্ক : ঈদে বাড়ি ফেরা রুপ নিলো শোকের মাতমে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তখন যানজট চরমে। এরই মধ্যে ঘটেছে এই বড় দুর্ঘটনা। মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের পরিবারে শোকের মাতম।

এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও এক শিশু রয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে।  

টাঙ্গাইল মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আশরাফ উল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ও যাত্রীবাহী একটি ট্রাক পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে বগুড়া নন্দিপাড়া গ্রামের শান্তনা (৩০), সিরাজগঞ্জ জেলার মেছড়া ইউনিয়নের আকনাদীঘি গ্রামের মাসুদ (৪০), সেফালী খাতুন (৩০), শান্ত (১০) ও শাওন (৫)। তারা টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ওই থানার সহকারী পুলিশ সুপার জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। সর্বশেষ খবরে অন্যান্যদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
১০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে