নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলি চলছে। এখন পর্যন্ত বেশ কয়েকজন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলছে। এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জঙ্গিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানা গেছে। ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তার বয়স ১৭ থেকে ১৮’র মতো।
এর আগে, জঙ্গি থাকতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে যোগ দিয়েছে সোয়াট।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই