নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলি চলছে। এখন পর্যন্ত বেশ কয়েকজন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলছে। এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।
কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিতকরেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শারমিন (২৫) নামে এক নারী জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এছাড়াও আরো ২ জঙ্গিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
অতিরিক্ত উপ –কমিশনার জানান, আজিমপুরের বাড়িটিকে পুলিশ ঘিরে দাঁড়ালে জঙ্গিরা বিস্ফোরক ছোড়ে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।
এর আগে, রাত ৮টার দিকে জঙ্গি থাকতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে যোগ দিয়েছে সোয়াট।
এ ঘটনায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পাঁচ সদস্য আহত হয়েছেন। তারা হলেন মাহতাব, জহিরুদ্দিন, রামচন্দ্র বিশ্বাস, লাভলু ও শাজাহান আলী। ঢামেকে তাদের চিকিৎসা চলছে
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই