ঢাকা : গুরুতর অসুস্থ বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।
হান্নান শাহের ব্যক্তিগত সহকারী মো. ইউনূস বাবুল জানান, শনিবার দুপুরে চিকিত্সকদের বোর্ড সভা বসে। সভা শেষে জানানো হয়, হান্নান শাহকে উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে নেয়া দরকার। তিনি জানান, সকাল থেকে স্যারের শ্বাসকষ্ট বাড়ায় তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।
ইউনূস বাবুল জানায়, সিঙ্গাপুরে যাওয়ার কিছু নিয়ম-কানুন রয়েছে, সেগুলো সমাধান হলেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।
গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন হান্নান শাহ। এরপরই তাকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সিএমএইচে নেয়ার পরই মূলত তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
গতকাল ৯ সেপ্টেম্বর শুক্রবার অবস্থা ভালো হওয়ায় তাকে লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে নেয়া হয়। শনিবার সকাল থেকে তার অবস্থার অবনতি হয়।
এদিকে শুক্রবার হান্নান শাহ’র স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, যুগ্মমহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ,সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ কেন্দ্রীয় ও গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বদা তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই