নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশেরঅভিযানে আহত তিন নারী জঙ্গির একজন সাবেক সেনা কর্মকর্তা (মেজর) জাহিদুল ইসলামের স্ত্রী বলে ধারণা করছে পুলিশ।
কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বলেন, 'তিন নারীর মধ্যে একজন জঙ্গি জাহিদের স্ত্রী বলে আমরা ধারণা করছি।'
অভিযানে শারমিন (২৫) নামে এক নারী জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এছাড়াও আরো ২ জঙ্গিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হয়।
অতিরিক্ত উপ –কমিশনার জানান, আজিমপুরের বাড়িটিকে পুলিশ ঘিরে দাঁড়ালে জঙ্গিরা বিস্ফোরক ছোড়ে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।
এর আগে, রাত ৮টার দিকে জঙ্গি থাকতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে যোগ দিয়েছে সোয়াট।
এ ঘটনায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পাঁচ সদস্য আহত হয়েছেন। তারা হলেন মাহতাব, জহিরুদ্দিন, রামচন্দ্র বিশ্বাস, লাভলু ও শাজাহান আলী। ঢাকা মেডিকেলে তাদের চিকিৎসা চলছে।
১১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি