ঢাকা : আজিমপুরের নারী জঙ্গি আস্তানা থেকে ৪টি পিস্তল ও ৫০ রাউন্ড পিস্তলের গুলিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও আরও কিছু গুরত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলা জানান, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তারা এলাকা ভিত্তিক ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ও সন্দেহভাজনদের সন্ধানে ছিলেন। রাজধানীর আজিমপুরের বিজিবি সদর দফতরের ২ নম্বর গেট সংলগ্ন ২০৯/৫ নম্বরের হাজী কায়সারের বাড়িতে যান তারা।
এছাড়াও ওই বাসা থেকে ৪টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, চারটি ল্যাপটপ ও প্রায় তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় কিছু বিস্ফোরক উদ্ধার করা হয় সেখান থেকে।
অভিযানে শারমিন (২৫) নামে এক নারী জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এছাড়াও আরো ২ জঙ্গিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হয়।
অতিরিক্ত উপ –কমিশনার জানান, আজিমপুরের বাড়িটিকে পুলিশ ঘিরে দাঁড়ালে জঙ্গিরা বিস্ফোরক ছোড়ে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।
এর আগে, রাত ৮টার দিকে জঙ্গি থাকতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে যোগ দিয়েছে সোয়াট।
এ ঘটনায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পাঁচ সদস্য আহত হয়েছেন। তারা হলেন মাহতাব, জহিরুদ্দিন, রামচন্দ্র বিশ্বাস, লাভলু ও শাজাহান আলী। ঢাকা মেডিকেলে তাদের চিকিৎসা চলছে।
১১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি