শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৩:৩৪:৪৮

‘প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন মেডিক্যালে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা’

‘প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন মেডিক্যালে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা’

ঢাকা : ফের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার দাবিতে গণস্বাক্ষর গ্রহণ ও ব্যঙ্গচিত্র প্রদর্শনী চলছে।  চলতি বছরের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ফের পরীক্ষা নেয়ার দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এর আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  তারা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ।

তিনি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন।  আমরা প্রধানমন্ত্রীর কাছে আশা করবো, তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।  আজকের মধ্যে আমাদের দাবি মানা না হলে রোববার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।

এদিকে শনিবার সকাল থেকেই গণস্বাক্ষর গ্রহণ ও ব্যঙ্গচিত্র প্রদর্শনী চলছে।

ব্যঙ্গচিত্রের পাশাপাশি গত কয়েকদিনের আন্দোলনে পুলিশি হামলায় বিভিন্ন স্থিরচিত্র এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মেডিক্যাল প্রশ্নপত্রের স্ক্রিনশটের স্থিরচিত্রও প্রদর্শন করছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরীক্ষার দিন সকাল পর্যন্ত ফেসবুক, হোয়াটস এ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়।  প্রদর্শিত ছবিগুলো সেই সময়ের স্ক্রিনশট থেকে নেয়া।

প্রদর্শনীতে ‘আমরা অন্যায়ের বিরুদ্ধে, এটাই কী আমাদের অপরাধ’, ‘নৈতিক আন্দোলনে পুলিশি বর্বরতা’, ‘বর্বর পুলিশ নীরব রাষ্ট্র’, ‘বল প্রয়োগে অন্যায়কে ধামাচাপা’ সম্বলিত বিভিন্ন লেখা রয়েছে।

গণস্বাক্ষর ও চিত্র প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গাত্মক নাটকও প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।  গণস্বাক্ষরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে স্বাক্ষর করে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করছেন।

৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে