বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩৯:১৮

গণপরিবহনে ভাড়া বাড়লো

গণপরিবহনে ভাড়া বাড়লো

ঢাকা : গ্যাসের দাম বাড়ানোর পর এবার গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এলাকায় সিএনজিচালিত বাস, মিনিবাস ও অটোরিকশার ভাড়া পুননির্ধারণ করা হয়েছে। এটা ১ অক্টোবর থেকে।

বৃহস্পতিবার আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নগর পরিবহনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

আর মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ৬০ পয়সা। বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতই ৭ টাকা এবং মিনিবাসের ভাড়া ৫ টাকাই রাখা হয়েছে। তবে দুরপাল্লার পরিবহনের ভাড়া বাড়ছে না।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে