ঢাকা : জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের পর যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর ১টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বর্তমানে তিনি গণভবনে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে রাজধানীর বিভিন্ন সড়কে সমবেত হচ্ছেন আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের নেতা-কর্মীরা। শনিবার সকাল ১১টা থেকে বিমানবন্দরের সামনের সড়কসহ রাজধানীর বিভিন্ন সড়কে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।
এদিকে রোববার সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এবং আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
এর আগে সকাল ১১টায় ২৫ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এখানে তিনি এক ঘন্টা বিরতী শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে ১২টা ৩৩ মিনিটে সিলেট ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ।
এদিকে, প্রধানমন্ত্রীর যাত্রাবিরতী উপলক্ষ্যে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
প্রসঙ্গত, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় শুক্রবার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) নিউইয়র্ক থেকে ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ-১৭৮) একটি সরাসরি ফ্লাইটে লন্ডনে পৌঁছেছেন।
শুক্রবার লন্ডন সময় রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের সাথে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন।
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ