নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নিরাপত্তা নিয়ে বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকে কূটনীতিকদের নিরাপত্তায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ অবহিত করা হবে। এক্ষেত্রে বিদেশী কূটনীতিকদের মতামতও শোনা হবে।
বিদেশী কূটনীতিকদের পরামর্শ মোতাবেক, সরকার ইতিমধ্যে বিদেশী কূটনীতিকদের গাড়ি থেকে হলুদ নম্বর প্লেট সরিয়ে সাধারণ রঙের নম্বর প্লেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগ সাধারণ সাদা-কালো নম্বর প্লেট সরবরাহ করবে। বিদেশী কূটনীতিকদের গাড়ির নম্বর প্লেট দেখে জঙ্গিরা যাতে হামলার টার্গেট করতে না পারে সেই লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এছাড়া বিদেশী কূটনৈতিক মিশনের নিরাপত্তার লক্ষ্যে সরকার সশস্ত্র আনসার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম