নিউজ ডেস্ক: ঈদযাত্রায় মানুষের ভোগান্তি ও দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রাজধানীতে আজ যাত্রীর চাপ কমে যাওয়ায় আজ যানজট কমে আসবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
রবিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজধানী থেকে তিনটি পয়েন্টে যানজট হচ্ছে। চারলেন থেকে গাড়িগুলো দুই লেনের ব্রিজে বা রাস্তায় ওঠার পর যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট যাতে না হয় সেই ব্যপারে পদক্ষেপ নেয়া হয়েছেও বলেও জানান মন্ত্রী।
সেতুমন্ত্রী মহাখালী বাসস্ট্যান্ড ঘুরে দেখার সময় বেশ কয়েকজন যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। পরে মন্ত্রী কাউন্টারে গিয়ে তাদের অতিরিক্ত ভাড়া ফেরত দেন।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর