নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় নিহত যুবকের ‘আসল নাম’ জামশেদ হোসেন বলে জানতে পেরেছে পুলিশ। তার আঙুলের ছাপের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার মিলিয়ে এ পরিচয় জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান রোববার জানান, ওই যুবকের প্রকৃত নাম জামশেদ হোসেন; বাড়ি রাজশাহীর বোয়ালিয়া উপজেলার মেহেরচণ্ডী গ্রামে।
পুলিশ বলছে, নব্য জেএমবির এই সদস্যের সাংগঠনিক নাম আবদুল করিম। তিনি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের সহযোগী।
শনিবার সন্ধ্যায় আজিমপুর বিজিবি সদর দফতরের ২ নম্বর গেইটের ওই বাসায় পুলিশের অভিযানের সময় জামশেদ ওরফে আবদুল করিমের লাশ পাওয়া যায়। আহত হন সন্দেহভাজন তিন নারী জঙ্গি ও পাঁচ পুলিশ সদস্য।
রাতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহত সন্দেহভাজন জঙ্গির গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
আটক তিন নারীর মধ্যে একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বাকি দুজনও আত্মহত্যার চেষ্টা করেছেন একজন যুগ্ম কমিশনার পর্যায়ের কর্মকর্তা সাংবাদিকদের জানান।
অভিযানে ওই বাসা থেকে একটি ছেলেসহ তিন শিশুকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে সবার বড় ছেলেটির বয়স ১২ থেকে ১৩ বছর। আর দুটি মেয়ের মধ্যে একজনের বয়স নয় থেকে ১০ বছর, অন্যটির বয়স বছরখানেক।
উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, তিন শিশুর মধ্যে ছেলেটি জামশেদের সন্তান বলে তারা ধারণা করছেন।
পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক রাতে সাংবাদিকদের বলেছিলেন, নিহত যুবকের সঙ্গে গুলশান হামলায় সন্দেহভাজন একজনের চেহারার মিল পেয়েছেন তারা।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ওই হামলার কিছুদিন আগে ‘আব্দুল করিম’ ছদ্মনামে জামশেদ একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বলে পুলিশের ধারণা।
গত ২৭ অগাস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘নব্য জেএমবির’ শীর্ষ নেতা তামিম চৌধুরী পুলিশের এক অভিযানে নিহত হন। এরপর ২ সেপ্টেম্বর নিহত হন তামিমের ‘সেকেন্ড ইন কমান্ড’ জাহিদুল ইসলাম, যিনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়া একজন মেজর।
মাসুদুর রহমান বলেন, জামশেদও নব্য জেএমবির একজন উচ্চ পর্যায়ের সদস্য ছিল। -বিডিনিউজ
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম