ঢাকা : আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
মুজাহিদের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতের পর আইনজীবীরা সাংবাদিকদের এ কথা জানান।
জেলগেটে মুজাহিদের আইনজীবী শিশির মো. মনির জানান, তার (মুজাহিদ) হাতে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেয়া হয়েছে। তিনি রিভিউ আবেদন করতে নির্দেশনা দিয়েছেন।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে মুজাহিদের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে যান পাঁচ আইনজীবী।
তারা হলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম।
শিশির মো. মনির জানান, তিনি আমাদের রিভিউ পিটিশন (পুনর্বিবেচনার আবেদন) দায়েরের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন। তার সাথে আমাদের ৩০ মিনিট আালোচনা হয়েছে। ১৯১ পৃষ্ঠার রায়ের একটি কপি তাকে দিয়েছি। সেটি পর্যালোচনার পর পুনর্বিবেচনার আবেদন দায়েরের আগে আমাদের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত মতামত প্রদান করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
গত বুধবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে করা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। নিয়ম অনুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামি পক্ষকে রিভিউ পিটিশন দায়ের করতে হবে।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম