শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৬:৪০:৩৭

জাপানি নাগরিক হত্যায় দক্ষিণ কোরিয়ার সতর্কতা

জাপানি নাগরিক হত্যায় দক্ষিণ কোরিয়ার সতর্কতা

নিউজ ডেস্ক : রংপুরে জাপানি নাগরিক হত্যার পর ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ান দূতাবাস নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করার বার্তা দিয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, স্থানীয় গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী ৩ অক্টোবর শনিবার সকালে রংপুরের কাউনিয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে।

এ অবস্থায় সতর্কতা অবলম্বন এবং সর্বোচ্চ ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে সর্বদা সবস্থানে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে ওই বার্তায়।

এর আগে রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক সিজার তাবেলা হত্যার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছিল।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে