নিউজ ডেস্ক : জাপানের নাগরিক হোসে কুনিও হত্যার দ্রুত বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার হোসের মৃত্যুতে শোক জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ আহ্বান জানান।
একটি গণমাধ্যমকে ই-মেইলে দেয়া মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার পরিবার, বন্ধু ও জাপানের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বার্নিকাট বলেন, ‘আমি এ অপরাধের প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
এদিকে রংপুরে জাপানি নাগরিক হত্যার পর ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ান দূতাবাস নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করার বার্তা দিয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, স্থানীয় গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী ৩ অক্টোবর শনিবার সকালে রংপুরের কাউনিয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করেছে।
এ অবস্থায় সতর্কতা অবলম্বন এবং সর্বোচ্চ ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে সর্বদা সবস্থানে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে ওই বার্তায়।
এর আগে রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক সিজার তাবেলা হত্যার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছিল।
রংপুরের কাউনিয়া উপজেলার কাসু গ্রামে জাপানের নাগরিক হোসি কনিও হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন হোসি কনিও যে বাসায় থাকতেন, সেই বাসার মালিক গোলাম জাকারিয়া, তার ছেলে জাপানি নাগরিকের প্রকল্প সহকারী হুমায়ুন কবীর হীরা, রিকশাচালক মোন্নাফ ও মুরাদ। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার সকাল ১০টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা হোসি কনিওকে গুলি করে হত্যা করে। এর মধ্যে তিনটি গুলি তার শরীরে লাগে।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম