শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৭:৪৭:১৩

‘গুমোট পরিস্থিতির মধ্যে আছে দেশের মানুষ’

‘গুমোট পরিস্থিতির মধ্যে আছে দেশের মানুষ’

ঢাকা : এক ধরনের গুমোট পরিস্থিতির মধ্যে আছে দেশের মানুষ।  দেশে আইনের শাসন ও প্রয়োগ না থাকায় বিদেশি নাগরিক হত্যাকাণ্ড ঘটছে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘জিয়া স্বর্ণপদক ও জিসাস নতুন তারা সাংস্কৃতিক পদক-২০১৫’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, বাংলাদেশে শাসনব্যবস্থায় গণতন্ত্রের কোনো বিকল্প নেই। চলমান সংকট নিরসনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন।  সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি গোলটেবিল আলোচনার ভিত্তিতে সমাধানের পথ বের করা।

নোমান বলেন, দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।  ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আছে তারা তাদের ওয়াদা রাখতে পারেনি।  শপথের কথা ভুলে গেছে তারা।  সেজন্য সরকারের একজন সাংসদ নির্বিচারে শিশুকে গুলি করে আহত করতে পারে।

তিনি বলেন, দলীয় সংকটের বাইরে বড় রাজনৈতিক সংকট চলছে। ভোটরবিহীন নির্বাচন হওয়ার কারণে এক ধরনের গুমোট পরিস্থিতির মধ্যে আছে দেশের মানুষ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবুল হাশেম রানা।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে