নিউজ ডেস্ক : বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি শুরু ৩১ অক্টোবর থেকে। ১৮ অক্টোবর থেকে ভর্তি আবেদনের ফরম বিতরণ শুরু হবে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ৩০ অক্টোবরের মধ্যে আবেদনপত্র যাচাই-বাছাই করে ভর্তি তালিকা প্রকাশ করবে বেসরকারি মেডিক্যাল কলেজগুলো। ৩১ অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
৫ আক্টোবর সোমবার থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি বিজ্ঞপিÍ প্রকাশ শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজসমূহ প্রয়োজনীয় নির্দেশনা পেয়েছে।
এদিকে সরকারি মেডিক্যাল কলেজের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে ১৭ অক্টোবর।
গত ১৮ সেপ্টেম্বর মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য অধিদফতরের অধীনে অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় ৮২ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট ৩৬৯৪ জন পরীক্ষার্থী সরকারিভাবে ভর্তির জন্য নির্বাচিত হন।
বর্তমানে দেশের ৬৫টি বেসরকারি মেডিক্যালে প্রায় ৬ হাজার ও ২৩টি ডেন্টাল কলেজে মোট ১২৩৮টি আসন রয়েছে।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম