ঢাকা : কবে নাগাদ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া- এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। দেশবাসীরও এ বিষয়ে আগ্রহের কমতি নেই।।
চোখের চিকিৎসায় লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়া দেশে আসবেন আগামী সপ্তায় বলে জানিয়েছেন বিএনপির এক সিনিয়র নেতা। তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে দেশে ফিরবেন তিনি।
বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে তার বাম চোখে অপারেশন করা হয়েছে। এ সময় তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমানসহ পরিবারের সদস্যরা পাশে ছিলেন।
দু’একদিনের মধ্যে তার ডান চোখের ছোট্ট একটি অপারেশন হবে। এরপর তিনি সামনের সপ্তায় দেশে ফিরবেন। এমন তথ্য ওই নেতা দিয়েছেন।
এর আগে ৩ অক্টোবর দেশে ফেরার কাটা টিকিট বাতিল করা হয়। সফরসূচিতে পরিবর্তন না হলে আগামী ৮ অথবা ৯ অক্টোবর তিনি দেশে ফিরতে পারেন।
এদিকে চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য ম্যাডাম যুক্তরাজ্যে। চিকিৎসা শেষে দেশে ফিরবেন তিনি।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম