নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন চিত্রশিল্পী সানজিদা আক্তার শিপ্রা। একশ’ প্রতিনিধি দলের অন্যতম সদস্য হচ্ছেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থাপত্যের চিত্রকর্ম তার প্রধান বিষয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেসসচিব আসিফ কবিরের স্ত্রী এবং একুশে পদকে ভূষিত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর পুত্রবধূ।
আগামী ৪ থেকে ১১ অক্টোবর সফরকালে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের রাজধানী দিল্লি, আগ্রা, রাজস্থান ও কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দর্শণীয় স্থান পরিদর্শন করবেন তিনি।
চতুর্থবার একশ’ বাংলাদেশি তরুণ-তরণী ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রীয়ভাবে দেশটি ভ্রমণের সুযোগ পাচ্ছেন। সফরে দু’দেশের বন্ধুত্ব, সম্প্রীতি ও পরস্পরকে জানার সুযোগ বৃদ্ধি করে থাকে।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম