শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ১০:৩৯:০২

আবার নড়েচড়ে বসলেন আনিসুল হক

আবার নড়েচড়ে বসলেন আনিসুল হক

ঢাকা : জনস্বার্থে আবার নড়েচড়ে বসলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।  এবার তিনি আরেক মহৎ উদ্যোগ নিলেন, সতর্ক করলেন দোকানিদের।

 
নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে কোনো পণ্য রাখলে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।  তবে এ জন্য এক মাস সময় দিলেন।

আনিসুল হক বলেন, এক মাস সময় দেয়ার পরও যদি কোনো দোকানি মালপত্র ফুটপাত বা রাস্তা থেকে সরিয়ে না নেন প্রয়োজনে মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।
 
শনিবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
আনিসুল হক বলেন, ভবন নির্মাতাদের আবর্জনার কারণে পানি নিষ্কাশনের ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে।  এতে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।  আগামী বছর থেকে ড্রেন ভরাটকারীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।  কোনো রক্তচক্ষুর পরোয়া করা হবে না।

মেয়র বলেন, ঢাকার আবাসিক সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে তার কথা হয়েছে।  প্রত্যেক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়েও তারা একমত হয়েছেন।  এ কাজে সহযোগিতা করবে ডিএনসিসি।
 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির সচিব নবীরুল ইসলাম।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএনসিসির কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, নুরুল ইসলাম রতন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এসএ কাদের কিরণ, মহাসচিব শাহ আলম খন্দকার, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে